ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

রাজনীতি

 সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জি এম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, ফেব্রুয়ারি ২৩, ২০২১
 সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জি এম কাদেরের শোক

ঢাকা: খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সৈয়দ আবুল মকসুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

পাশাপাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সৈয়দ আবুল মকসুদ ছিলেন অসাধারণ পান্ডিত্যের অধিকারী। তিনি রাষ্ট্র, রাজনীতি, সাহিত্য এবং বিভিন্ন ইস্যুতে গবেষণায় দক্ষতার প্রমাণ রেখেছেন। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন সৈয়দ আবুল মকসুদ। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সব সময় সাহসের সঙ্গে কথা বলেছেন তিনি। সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জাতি এক অকৃত্রিম অভিভাবককে হারালো।  

প্রখ্যাত কলামিস্ট, গবেষক,  প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।