বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দলটি কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির সঙ্গে ছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় জামায়াতকে ইঙ্গিত করে হাবিব উন নবী খান সোহেল বলেন, একটি দল কখন যে কার সঙ্গে, মতিগতি বুঝি না। দলটি কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে। আবার যখন কারও সঙ্গে না, তখন ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে।
জীবনানন্দ দাশের কবিতার উদ্ধৃতি দিয়ে জামায়াতের উদ্দেশ তিনি বলেন, যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার সাধ। ১৯৯৬ সালে হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে তারা জোট বাঁধলেন, আরও কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। যে দল ৭২-৭৫ সালে গণহত্যা চালিয়ে ২৩ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেই দলকে ক্ষমতায় বসালেন। জামায়াতও সংস্কার চায়! আমি বলি, নিজেদের মধ্যে সংস্কার করেছেন কি?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, আপনার পিতার (জিয়াউর রহমান) রক্ত আপনাকে ডাকছে। খুনের বদলা খুন, আমি জানি আপনি তা বিশ্বাস করেন না। কিন্তু যে স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করেই আপনি আপনার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। সেটা আমরা বিশ্বাস করি।
এসবিডব্লিউ/এমজে