ঢাকা: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি।
শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বুধবার দিবাগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকের পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মির্জা ফখরুলকে হাসপাতালে নিয়ে যান।
বুধবার সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।
এসবিডব্লিউ/এসআইএস