ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

মার্চে রাজশাহীর সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন: দুলু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ফেব্রুয়ারি ১১, ২০২১
মার্চে রাজশাহীর সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন: দুলু

রাজশাহী: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ সরকার অনির্বাচিত। তারা মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে জিয়াউর রহমানের খেতাব বাতিলের নাটক করছে।

মার্চে রাজশাহীতে যে বিভাগীয় সমাবেশ হবে, সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরুর ডাক দেওয়া হবে।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কখনও মুছে ফেলা যাবে না। আল জাজিরার প্রতিবেদন ধামাচাপা দিতেই জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ চায় সরকার। চলতি বছরেই আওয়ামী লীগ সরকারের পতনের সময়। তবে সরকারের পতন তরান্বিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ নেতাকর্মী এবং পাবনায় ৪৭ নেতাকর্মীর সাজার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।