ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির মশাল মিছিলে পুলিশি হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, ফেব্রুয়ারি ১০, ২০২১
বিএনপির মশাল মিছিলে পুলিশি হামলার অভিযোগ বিএনপির মশাল মিছিলে পুলিশি হামলার অভিযোগ

ঢাকা: পুরানা পল্টন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় বিএনপির মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে। এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হন। পুলিশ যুবদল নেতা শরীফসহ চারজনকে গ্রেফতার করেছে।

রিজভী বলেন, ‘মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬ জনকে আহত করে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।