ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

অপসংস্কৃতির আগুনে তারুণ্য পুড়তে পারে না: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ফেব্রুয়ারি ৭, ২০২১
অপসংস্কৃতির আগুনে তারুণ্য পুড়তে পারে না: কাদের

ঢাকা: যে তারুণ্য দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল সেই তারুণ্য অপসংস্কৃতির আগুনে পুড়তে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মশাল’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সমাজের বিভিন্ন ভালো কাজে তরুণদের এগিয়ে আসার আহবান জানাই। অবকাঠামো উন্নয়ন যদি হয় হার্ডওয়্যার তাহলে মানসিক স্বাস্থ্য তথা মননশীলতা হচ্ছে সফটওয়্যার। সমাজের নানান চ্যালেঞ্জ মোকাবিলা করে তরুণদের সুন্দর জীবন গড়ারও আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘মশাল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মারিয়া মুমুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।