ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ধর্ষণে সহায়তার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৬, জুলাই ১৮, ২০২০
ধর্ষণে সহায়তার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

পঞ্চগড়: ধর্ষণে সহায়তাসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) রাতে পঞ্চগড় জেলা মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তিতে এ তথ্য জানান।

এরআগে গত ১৬ জুলাই আপনার বিরুদ্ধে (আবিদা সুলতানা লাকি) পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা হয়েছে।

মামলার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ পঞ্চগড় জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে আটক করে বোদা থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ