ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুন ২৩, ২০২০
বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা: কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১১ নম্বর রাজামেহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম সরকার (৭২) মঙ্গলবার (২৩ জুন) ভোরে কুমিল্লার কুচাইতলী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম মনিরুল দেবিদ্বার উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

দোয়া করছি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব ও শোকার্ত পরিবারকে এ মৃত্যুশোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।