ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দুর্যোগে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অমানবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, জুন ১১, ২০২০
দুর্যোগে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা অমানবিক

ঢাকা: আগামী ৩০ জুনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে আবাসিক সংযোগ বিচ্ছিন্নের সরকারি হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তারা বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে বকেয়া বিলের জন্য বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি অত্যন্ত অমানবিক। করোনা দুর্যোগের মধ্যে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিয়ে সরকারের জালানি, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

সরকারের পক্ষ থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস বিলের জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন আরও তীব্র হয়েছে। সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিৎ করোনাকালীন জনগণের পাশে দাঁড়ানো, পানি, বিদ্যুৎ, জালানি গ্যাসের বিল মওকুফ কারা। কিন্তু তা না করে বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের গণবিরোধী ঘোষণা জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না।  

বিবৃতিতে নেতারা করোনাকালীন বকেয়া বিল জুন মাসের মধ্যে পরিশোধ না করলে আবাসিক বিদ্যুৎ, গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের নোটিশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়া করোনা ভাইরাসের মহামারির কারণে সব গ্রাহকের বিগত তিন মাস এবং আরও আগামী তিন মাসের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মওকুফের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ১১, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।