ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন শিরীন সুলতানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, নভেম্বর ১৬, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন শিরীন সুলতানা মনোনয়নপত্র জমা দিলেন শিরীন সুলতানা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান ঢাকা সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শিরীন সুলতানা। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসন থেকে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমা দিয়েছেন তিনি। 

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত সোমবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী এ নেত্রী বলেন, দলীয় মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশকে একটি সুখী সমৃদ্ধ জাতি উপহার দিতে কাজ করবো। দল আমাকে না চাইলে যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবো। যেভাবে আমি দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলাম, ভবিৎষতেও থাকতে চাই।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮ 
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।