ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

থমথমে নয়াপল্টন, লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, নভেম্বর ১৪, ২০১৮
থমথমে নয়াপল্টন, লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল লাঠিসোটা নিয়ে মিছিলে বিএনপি নেতাকর্মীরা/ছবি: বাদল

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাঠিসোটা নিয়ে খণ্ড খণ্ড মিছিল করছেন নেতাকর্মীরা।

ঘটনার পর থেকে দোকানপাট বন্ধ রয়েছে। বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা।

 

পুলিশ বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে। যদিও কিছুক্ষণ পর পর টিয়ারশেলের শব্দ পাওয়া যাচ্ছে।

এর আগে বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে দলের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।  

কিছুক্ষণ থেমে থেমে সংঘর্ষ চলে। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে পুলিশের দু’টি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল চলছিল। তবে সংঘর্ষ বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।