ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

৩০০তম আসনে বিএনপির মনোনয়ন কিনলেন মা ম্যাচিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, নভেম্বর ১৪, ২০১৮
৩০০তম আসনে বিএনপির মনোনয়ন কিনলেন মা ম্যাচিং মনোনয়ন কেনার পর মা ম্যাচিং/ছবি: বাদল

ঢাকা: জাতীয় সংসদের ৩০০ নম্বর আসন বান্দরবানে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন নারী নেত্রী মা ম্যাচিং। তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতি। 

বুধবার (১৪ নভেম্বর) বেলা সোয়া ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

মনোনয়ন সংগ্রহ শেষে নারী নেত্রী মা ম্যাচিং বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত।

আর যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে।  

মা ম্যাচিং আরও বলেন, আমি দীর্ঘদিন ধরেই দলের দুর্দিনে পাশে আছি। মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে ছিলাম। আশাকরি দল মূল্যায়ন করবে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।