ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দু’দিনে বিএনপির সাড়ে ৯ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, নভেম্বর ১৪, ২০১৮
দু’দিনে বিএনপির সাড়ে ৯ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি মনোনয়ন ফরম কিনতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড়/ফাইল ফটো

ঢাকা: একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের মতো বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে। গত দু’দিনের তুলনায় বুধবার (১৪ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় কম।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলবে। গত দু’দিনে মোট ৩ হাজার ২২২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

যার মূল্য নয় কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার সকাল ১০টায় তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সংশ্লিষ্ট বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম কিনছেন।  

বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে জানান, প্রথম দিন ১৩২৬ ও দ্বিতীয় দিন ১৮৯৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দু’দিনে বিক্রি হয়েছে মোট ৩ হাজার ২২২টি ফরম।

১৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।