ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে বোমা হামলা মামলায় বিএনপির ২৬ জনের জামিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, নভেম্বর ১৩, ২০১৮
সিরাজগঞ্জে বোমা হামলা মামলায় বিএনপির ২৬ জনের জামিন 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হামিদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এতথ্য নিশ্চিত করেছেন।


 
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র গোলাম রহিম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, জেলা বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৌহিদ আলমসহ ২৬ জন।     

উল্লেখ্য গত ৩০ অক্টোবর রাতে শহরের ভাসানী রোডে সদর থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনের বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২৬ আসামিকে জামিন দেয় হাইকোর্ট। মামলার প্রধান আসামি ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া খান জেলহাজতে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।