ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জোটগত নির্বাচন করতে আ’লীগ-বিকল্পধারার বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, নভেম্বর ১৩, ২০১৮
জোটগত নির্বাচন করতে আ’লীগ-বিকল্পধারার বৈঠক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জোটগতভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিকল্পধারা বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা অংশ নেন।

আর বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীও ছিলেন বৈঠকে।  

এর আগে দুপুর একটার দিকে বিকল্পধারার এই দুই নেতা ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। প্রায় একঘণ্টার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পদকের সঙ্গে বৈঠক করেন তারা।  

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মাহী বি চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জোটগত নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন বিকল্প ধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত বি চৌধুরী জাতীয় ঐক্য ফ্রন্টে যোগ দেননি।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।