ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ইসি স্বাধীন হলে নির্বাচন ১ মাস পেছাতো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, নভেম্বর ১৩, ২০১৮
ইসি স্বাধীন হলে নির্বাচন ১ মাস পেছাতো কাদের সিদ্দিকী/ফাইল ফটো

ঢাকা: ইসি স্বাধীন হলে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ এক মাস পেছাতো বলে দাবি করেছেন কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি একথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাতেই ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে।

ভোট চুরির জন্যই সরকার এ পরিকল্পনা করেছে।

জানা যায়, বৈঠকে চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

দুপুর পৌনে ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্তিত ছিলেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।