ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ১৩, ২০১৮
মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম মনোনয়নপত্র কিনেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম-ছবি-বাংলানিউজ

ঢাকা: নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির টিকেটে নির্বাচন করতে চান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল আহসান মিন্টু। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরামুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল রাজপথের অগ্রসৈনিক ছিল। মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনে সামিল হয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গঠন করতে চাই।

আশা করি, তারুণ্যের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেবেন।  

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।