ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ভোট পেছানোর দাবিতে বুধবার ইসিতে যাবে ঐক্যফ্রন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, নভেম্বর ১৩, ২০১৮
ভোট পেছানোর দাবিতে বুধবার ইসিতে যাবে ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা

ঢাকা: নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে (ইসি) যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় এ জোট ইসিতে যাবে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আগ্রহী নয় বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট পেছানোর দাবিতে ইসিতে যাচ্ছি আগামীকাল।

পরে ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও বসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।