ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

দুর্নীতির ভারে নৌকা ডুবে যাবে: জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, নভেম্বর ১১, ২০১৮
দুর্নীতির ভারে নৌকা ডুবে যাবে: জাফরুল্লাহ চৌধুরী ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: দুর্নীতির ভারে নৌকা ডুবে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, সরকারের দুর্নীতির ভারে কলম নড়ে না। উচ্চ রক্তচাপ সরকারের মধ্যে।

 

রোববার (১১ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে অালাপকালে একথা বলেন তিনি।  

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর হলেও বিএনপির মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপি এখন সঠিক পথেই অাছে। স্থায়ী কমিটির সিদ্ধান্তের উপর চেয়ারপারসনের পূর্ণ অাস্থা রয়েছে। তিনি বলেন, সুদিনে রয়েছে বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ। ফলে বিএনপির সুদিন ফিরে অাসবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।