ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, নভেম্বর ১০, ২০১৮
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ বৈঠক শুরু হয়।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।

দলীয় সূত্র বলছে, নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে এই বৈঠকে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এদিকে একই দিন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। এই দুটি বৈঠক শেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেবেন বিএনপির তিন নেতা। তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচনে অংশ নেওয়া অথবা না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষেই।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
টিএম/এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।