ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটি-জোটের বৈঠক বিকেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, নভেম্বর ১০, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটি-জোটের বৈঠক বিকেলে

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার (১০ নভেম্বর) বিকেলে দলের স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় প্রথমে স্থায়ী কমিটির বৈঠক হবে। এর পর পরই ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে।

এছাড়া রাত ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঘোষিত তফসিলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এ বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।