ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগের মনোনয়ন কিনলেন নাজমুল হুদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, নভেম্বর ১০, ২০১৮
আ’লীগের মনোনয়ন কিনলেন নাজমুল হুদা ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকা: আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য ও বতর্মান বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় বলে জানান ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বরত ছাত্রলীগের সাবেক নেতা শামসুল কবির রাহাত।

রাহাত বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টা বা তার কিছু পরে ব্যারিস্টার নাজমুল হুদার পক্ষে তার এলাকার একজন ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন।

 

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।