ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নির্বাচনে সঠিক মানুষকে ভোট দেয়ার আহ্বান মেননের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, অক্টোবর ১২, ২০১৮
নির্বাচনে সঠিক মানুষকে ভোট দেয়ার আহ্বান মেননের

নারায়ণগঞ্জ: আগামীতে আপনারা যাকে ভোট দেবেন সেই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আপনারা নির্বাচনে সঠিক মানুষকে ভোট দেবেন।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আলী আহমেদ চুনকা পাঠাগারে আয়োজিত কমরেড শফিউদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

রাশেদ খান মেনন বলেন, দুর্নীতিবাজদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন না।

বর্তমান সংসদে যাদের অর্থ আছে, যাদের ব্যবসা আছে তারাই সংসদ সদস্য হিসেবে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোগে নয় ত্যাগেই রাজনীতি, অথচ আমাদের এখন ভোগের রাজনীতি শুরু হয়ে গেছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।