ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে বিএনপির কালো পতাকা-দোয়া কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জুলাই ২১, ২০২৫
বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে বিএনপির কালো পতাকা-দোয়া কর্মসূচি

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের মর্মান্তিক দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।

 

সোমবার (২১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে দলটির মিডিয়া সেল।

এসবিডব্লিউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ