ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জামায়াতকে নির্বাচনে নিষিদ্ধ করলে বিএনপিকেও করা উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, অক্টোবর ১০, ২০১৮
জামায়াতকে নির্বাচনে নিষিদ্ধ করলে বিএনপিকেও করা উচিত সমাবেশে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: জামায়াতকে নির্বাচনে নিষিদ্ধ করলে বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বুধবার (১০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুব সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ওমর ফারুক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিএনপি ও জামায়াতের দলীয় সিদ্ধান্ত।

আর এটি সংগঠিত হয়েছে তৎকালীন সরকারি দল বিএনপির পৃষ্ঠপোষকতায়।

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের যদি বিচার হয়, তবে কেন মির্জা ফখরুল সাহেবের বিচার হবে না! 

যুবলীগের চেয়ারম্যান বলেন, জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করলে বিএনপিকেও নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। কেন না তারা তাদের পৃষ্ঠপোষক। আমাদের গণতান্ত্রিক দেশে আগে গণতন্ত্র, পরে নির্বাচন।

সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এইচএমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।