ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

শুভ সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, সেপ্টেম্বর ২, ২০১৮
শুভ সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অশুভের বিরুদ্ধে একটি শুভ সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। 

রোববার (২ সেপ্টম্বর) বিকেলে শহরের বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, দেশ এখন আন্তজার্তিক বিশ্বে মর্যাদার আসনে। তার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে।  

এ সময় বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক পীর হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।  

শোভাযাত্রায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা, শহরের বিভিন্ন মন্দিরসহ কমিটির নেতা এবং জেলা ও উপজেলা সংগঠনের নেতারা এতে অংশ নেন।
  
শোভাযাত্রাটি বাংলাস্কুল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।