ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

আ.লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, জুলাই ২৩, ২০২৫
আ.লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ ঘোষণা বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।  

মঙ্গলবার (২২ জুলাই) রাতে তারা সেখানে যান।

এ সময় পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ করার ঘোষণা দেন তারা।  

এদিন রাত সাড়ে ৯টার দিকে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা সেখানে একটি মশাল মিছিল নিয়ে উপস্থিত হন। তারা সেখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

জানা যায়, সন্ধ্যার পর পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে গুলিস্তানে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। এরপর কয়েকজন মিছিলকারী মশাল হাতে কার্যালয়ের পরিত্যক্ত ভবনে প্রবেশ করেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ আয়োজন করা হয়। পরে পরিত্যক্ত ভবনটিকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ হিসেবে ঘোষণা করে সেখানে একটি ব্যানার টানিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ধ্যা থেকে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিছু নেতাকর্মী। রাতে আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।  

কেআই/আরবি     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।