ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির সংলাপ নাকচ করলেন স্বাস্থ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, আগস্ট ১৪, ২০১৮
বিএনপির সংলাপ নাকচ করলেন স্বাস্থ্যমন্ত্রী  বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম

ঢাকা: বিএনপির সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

তিনি বলেন, সংলাপ আর কোনোদিন হবে না। ২০ দলকে আর কোনো ছাড় নয়।

যারা ষড়যন্ত্র করে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাহলে নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিম বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী হলেও উদার গণতন্ত্রে নয়। কেননা উদার গণতন্ত্র শেখ রাসেলের মতো শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। উদার গণতন্ত্রের কারণে আইভি রহমানকে হত্যা করা হয়েছে। অর্থাৎ, উদার গণতন্ত্রেই সবাই চক্রান্তের সুযোগ পায়।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, এবার আমরা দেখবো তারা ১৫ আগস্টে কেক কাটে কিনা। জাতি এই কেক কাটাকে ঘৃণা করে। ইতোপূর্বে খালেদা জিয়া হেফাজতকে নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। এবার বিএনপি ছাত্রদের নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ড. এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।