ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুরাও সব কিছু জানতে পারছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জুলাই ৩০, ২০১৮
তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুরাও সব কিছু জানতে পারছে বক্তব্য রাখছেন ড. দীপু মনি

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুরাও এখন সব কিছু জানতে পারছে। তাদের যদি বিশ্বের নাম করা খেলায়োড়দের নাম জিজ্ঞেস করা হয়, তারা খুব সহজেই বলতে পারছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। 

সোমবার (৩০ জুলাই) দুপুরে বাবুরহাট কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণকালে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, বছরের শুরুতে নতুন বই হাতে পাচ্ছে শিশুরা।

এটা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। তাই খেলাধুলার মাধ্যমে শিশুদের মন ও শরীর সুস্থ রেখে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে সফরমালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  

অপরদিকে বঙ্গমাতা ফুটবলে কল্যানদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ