ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বরিশাল বিএনপির মহিলা সম্পাদিকার আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৭, জুলাই ২৯, ২০১৮
বরিশাল বিএনপির মহিলা সম্পাদিকার আ’লীগে যোগদান আওয়ামী লীগে যোগ দিচ্ছেন আয়শা তৌহিদ লুনা

বরিশাল: আওয়ামী লীগে যোগ দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী সংরক্ষিত-৪ (১০,১১,১২  নম্বর ওয়ার্ড) আসনের কাউন্সিলর ও বরিশাল জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা তৌহিদ লুনা।

শনিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগ।

এর আগে ২৭ জুলাই বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

ওই সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও লুনার বড় ভাই বশীর আহমেদ ঝুনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতায় নামেন। জাপার বিদ্রোহী প্রার্থী হয়েও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি এরইমধ্যে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর লুনার ছোট ভাই মারুফ আহম্মেদ ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ