ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নতি হয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, মার্চ ২৭, ২০১৮
আ’লীগ ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নতি হয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি যতোবার ক্ষমতায় এসেছে ততোবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নতি হয়।

তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি দিয়েছে। যেখানে জাতিসংঘ উন্নয়নশীল রাষ্ট্র ঘোষণা করে সেখানে দেশের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না।

তারা সব সময় দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে আসছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা হিংসা পরিহার করে শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচিকে সহযোগিতা করুন। না হলে জনগণের মন থেকে চিরতরে হারিয়ে যাবেন।

তিনি বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জনশীল গোপাল এমপি, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ