ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দুপুরে বিক্ষোভ, নিষ্প্রভ বিএনপির নয়াপল্টন কার্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪১, ফেব্রুয়ারি ৯, ২০১৮
দুপুরে বিক্ষোভ, নিষ্প্রভ বিএনপির নয়াপল্টন কার্যালয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়/ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতি মামলায় আদালতের রায়ে ৫ বছর কারাদণ্ড হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কোথাও বিক্ষোভ হবে কিনা তা ঠিকমতো বলতে পারছেন না দলের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনিও বলেননি ঢাকায় কোথায় কখন বিক্ষোভ হবে।

জানতে চাইলে নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, কর্মসূচি হবে থানায় থানায় জুমার নামাজের পর। পল্টনে দলীয় কার্যালয়ের সামনে কিছু হবে কিনা তা বলতে পারবো না।

এদিকে নয়াপল্টন বিএনপির অফিসের গেটে কড়া পুলিশি নিরাপত্তা দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত দলীয় কোনো নেতাকর্মী কার্যালয়ের সামনে দেখা যায়নি। নেতাকর্মীরা একেবারেই নিষ্প্রভ।

বিএনপি অফিসের সামনের প্রধান সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি, ৯, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ