ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

‘নির্বাচন কমিশনের রোডম্যাপে আমরা পজিটিভ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, মে ২৪, ২০১৭
‘নির্বাচন কমিশনের রোডম্যাপে আমরা পজিটিভ’ বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচন নিয়ে কমিশন যে রোডম্যাপ করেছে তাতে আওয়ামী লীগ পজিটিভ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ মে) দুপুরে বিআরটিসির মতিঝিল বাস ডিপোতে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি।

‌ঈদ সামনে রেখে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিআরটিসি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মন্ত্রী।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা শুনেছি। আমাদের প্রতিক্রিয়া পজিটিভ।

নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।