ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, মে ২২, ২০১৭
পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার বিএনপির সমাবেশ

ঢাকা: সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কোনো ধরনের নোটিশ ছাড়া পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার (২৪ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।

সোমবার (২২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রোববার (২১ মে) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন খালেদা জিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি রাজনীতিতে যখন নতুন এক সংস্কৃতি প্রবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন এ ধরনের ঘটনায় গণতন্ত্রপ্রিয় মানুষ ভীতসন্ত্রস্ত, উদ্বিগ্ন ও স্তম্ভিত। এ ধরনের ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র।

সভায় গৃহীত এক শোক প্রস্তাবে ২০ দলের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে শোক জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২২ ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।