ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

লাখাইয়ে মোটরসাইকেল ধাক্কায় আ’লীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, মে ২২, ২০১৭
লাখাইয়ে মোটরসাইকেল ধাক্কায় আ’লীগ নেতা নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আশ্রাব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার মশাদিয়া-ধর্মপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আশ্রাব মশাদিয়া গ্রামের বাসিন্দা এবং মশাদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।


 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা বাংলানিউজকে জানান, দুপুরে জমিতে কীটনাশক ওষুধ স্প্রে শেষ করে বাড়ি ফিরছিলেন আশ্রাব। পথে মশাদিয়া-ধর্মপুর সড়ক পার হাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলসহ চালক সাব্বিরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।