ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

যশোরে যুবলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, মে ২১, ২০১৭
যশোরে যুবলীগ কর্মী খুন

যশোর: যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কাজল (৩০) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। 

রোববার (২১ মে) বিকেলে শহরতলীর নুতন উপশহর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কাজল উপশহর এলাকার আশরাফ আলীর ছেলে।

তিনি যুবলীগ কর্মী হিসেবে রাজনীতি করতেন বলে জানা গেছে।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা তার শরীরে অন্তত ২০টি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে (কাজল) উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।