ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, মে ২১, ২০১৭
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
 

রোববার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে আসাদগেটের নিজবাসায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন।



বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে ২০দলীয় জোটের অন্যতম শরীক জাগপা সভাপতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।  ১৯৭৪ সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ‘মুহসীন হলের সেভেন মার্ডার’ হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে ছিটকে পড়েন। বিচারে তার কারাদণ্ড হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।