ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সাংবাদিককে মারধর, সন্ত্রাসী তন্ময়কে বহিষ্কার ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২২, মে ২১, ২০১৭
সাংবাদিককে মারধর, সন্ত্রাসী তন্ময়কে বহিষ্কার ছাত্রলীগের তন্ময়কে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রেরিত জেলা ছাত্রলীগের চিঠি

ফরিদপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি তন্ময়-উদ-দ্দৌলাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

গত ১৭ মে আলফাডাঙ্গায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তন্ময়কে বহিষ্কার করা হয় বলে জানা গেছে জেলা ছাত্রলীগ সূত্রে।

তন্ময়কে বহিষ্কার সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

ওই চিঠিতে বলা হয়, গত ১৭ মে তন্ময়-উদ-দ্দৌলা গত ১৭ মে তার নিজ উপজেলা আলফাডাঙ্গায় এক সাংবাদিককে প্রচণ্ড মারধর করে। এ ঘটনায় আহত সাংবাদিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ইতোপূর্বেও সে বেশ কয়েকবার দলীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড ঘটায়। তাকে অতীতে বারংবার সতর্ক করা হয়েছে। সর্বশেষ এই মারামারির ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। স্থানীয়ভাবে আমরা তার ব্যাপারে যে রিপোর্ট পেয়েছি তা উদ্বেগজনক। যা সম্পূর্ণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। ঘটনার ধারাবাহিকতায় তার এহে কর্মকাণ্ডে ফরিদপুর ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বৃহত্তর স্বার্থে আমরা সর্বসম্মতিক্রমে তন্ময়-উদ-দ্দৌলাকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।