ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ২০, ২০১৭
খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ। ছবি: আরিফ জাহান- বাংলানিউজ

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (২০ মে) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


 
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। নিজেদের অন্যায় অপকর্ম ঢাকতে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে।
 
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, বিএনপি নেতা আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা, আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দলের শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।