ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে এক মঞ্চে আ’লীগ-বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, মে ১৭, ২০১৭
ময়মনসিংহে এক মঞ্চে আ’লীগ-বিএনপি নেতারা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সেমিনার মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সচরাচর একসঙ্গে তাদের দেখা যায় না। রাজনৈতিক কারণেই তাদের অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে। কিন্তু বুধবার (১৭ মে) দুপুরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এক মঞ্চে পাশাপাশি বসলেন ময়মনসিংহ আওয়ামী লীগ ও বিএনপি’র শীর্ষ নেতারা। 

রাজনীতিতে সম্প্রীতির এ বন্ধন রচিত হলো নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজিত ‘সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ: প্রত্যাশা ও করণীয়’ বিষয়ক সেমিনারে।  

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনারের মঞ্চে ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মাহাবুবুল আলম শাহ, মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌসি মাহমুদা হেলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী রানা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, রাজনৈতিক ফেলো সুমন চন্দ্র ঘোষ প্রমুখ।

সেমিনারে দেশের প্রধান দু’রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতীত রাজনৈতিক সম্প্রীতির স্মৃতিচারণ করে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের কাছে আহবান জানান।  

একইসঙ্গে সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল ও প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর সহবস্থান, গণমাধ্যমের ভূমিকা, নাগরিকের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।