ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ধনবাড়ী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মে ১৬, ২০১৭
ধনবাড়ী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর জয়

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৯টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। তবে মাত্র ২৯ শতাংশ ভোট পড়েছে।



এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, নৌকা প্রতীক নিয়ে বেলাল ২৯ হাজার ৪৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম স্বপন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ২১৫ ভোট।

তিনি আরো জানান, এ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ধান কাটার মৌসুম থাকায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।