ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নড়াইলে জামায়াতের ৩৭ নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, এপ্রিল ৩০, ২০১৭
নড়াইলে জামায়াতের ৩৭ নারী কর্মী আটক

নড়াইল: নড়াইলে জেলা জামায়াতের আমির আশেক এলাহীর বাড়িতে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩৭ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের ভওয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের ভওয়াখালী জামায়াত নেতা আশেক এলাহীর বাড়িতে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে।

পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে জামায়াতের নারী আমির হোসনে আরা বুলুসহ ৩৭ কর্মীকে আটক করে।

পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বলেন, গোপন বৈঠকের সময় ৩৭ জন জামায়াতের নারী কর্মীকে আটক করা হয়েছে। এসময় বিভিন্ন প্রকার জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।