ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

লাকী আখন্দের মৃত্যুতে খালেদা-ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, এপ্রিল ২১, ২০১৭
লাকী আখন্দের মৃত্যুতে খালেদা-ফখরুলের শোক

ঢাকা: আশি’র দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার।

পৃথক পৃথক শোকবার্তায় মরহুম লাকী আখন্দের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

বিএনপির সহ দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘লাকী আখন্দ ছিলেন দেশের গুণী কন্ঠশিল্পী। একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার হিসেবেও সঙ্গীত ভূবনকে করেছিলেন সমৃদ্ধ। সঙ্গীত জগতে বহুমূখী প্রতিভার অধিকারী লাকী আখন্দ ছিলেন এক উজ্জ্বল জ্যোতিস্ক। তার মৃত্যুতে দেশ হারালো একজন বরেণ্য শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়’।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।