ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দাগনভূঞায় কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, এপ্রিল ২০, ২০১৭
দাগনভূঞায় কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন দাগনভূঞায় কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: ফেনীর দাগনভূঞা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ফেনী জেলা কৃষকলীগ সভাপতি জামাল উদ্দিন চুট্টু ও সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে হাজী শাহ আলমকে আহ্বায়ক, আবদুল আউয়াল ও আহাম্মদ উল্যাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

কমিটির সদস্যরা হলেন- কবির হাজারী, মোশারফ হোসেন, মোহাম্মদ হোসেন, মো. দুলাল, আবদুল খালেক, লেদু মহাজন, সিরাজ মিয়া, আবুল খায়ের, সিরাজ উল্যাহ, আলী আহাম্মদ, মোহাম্মদ হোসেন চিশতী, নুরুল আফসার, নুরুল ইসলাম মানিক, আহসান উল্যাহ, বাহার মিয়া, হানিফ মেম্বার, সায়েদ আলী, মফিজ উল্যাহ, জাফর উল্যাহ, জাবেদ মোল্লা। গঠিত আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।