ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীর ভোট বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, এপ্রিল ১৬, ২০১৭
দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীর ভোট বর্জন ইউপি সদস্য প্রার্থীর ভোট বর্জন-ছবি: বাংলানিউজ

ভোলা: এজেন্টদের বের করে দেওয়া, হুমকি-ধামকি ও নিরাপত্তার অভাবসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক মেম্বর প্রার্থী।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

সৈয়দপুর চার নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থী ইয়ারুল হকের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রার্থীর ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল হক।

তিনি বলেন, মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ইয়ারুল হক। ভোটগ্রহণ শুরুর পর ১০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু এর পরেই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন কেন্দ্রে ঢুকে জোর করে কেন্দ্রের দায়িত্বরত এজেন্টদের বের করে দেন। বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বরতদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই দলের কর্মী সমর্থক ও এজেন্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন বর্জন করা হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে তিনি পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

মেম্বর এজেন্ট বকুল, হোসনে আরা, তাসনুর বলেন, চার নম্বর হোসাইনিয়া এতিমখানা কেন্দ্রের প্রতিপক্ষের লোকজন তাদের বের করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।