ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ইউপি নির্বাচন: তালতলীতে সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, এপ্রিল ১৬, ২০১৭
ইউপি নির্বাচন: তালতলীতে সংঘর্ষে আহত ৬

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় একটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।  

আহতরা হলেন-সোবাহান মৃধা (৫৫), রেজাউল (১৮), ছগির (৩০), মাহবুব (৩২), নাসির (২২) ও মিলন (২৭)।

আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সুমিত্র কুমার বৈরাগী বাংলানিউজকে জানান, এক নারীর ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) পদ প্রার্থী মো. মহসিন পাটোয়ারী এবং মো. জাফর মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ওই ছয়জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।