ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

শ্যামনগরে জামায়াত কর্মী ৩ শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, এপ্রিল ১৩, ২০১৭
শ্যামনগরে জামায়াত কর্মী ৩ শিক্ষক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গোপন বৈঠককালে জামায়াত কর্মী তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষকরা হলেন-জেলার কলারোয়া উপজেলার রায়টা আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মকবুল হোসেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা ও রায়টা আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম এবং শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ড. জহিরুল ইসলাম।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বাংলানিউজকে জানান, গোপনে সাংগঠনিক কার্যক্রম নিয়ে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বৈঠকের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।