ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, মার্চ ১৩, ২০১৭
বগুড়ায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ বগুড়ায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকদল।

সোমবার (১৩ মার্চ) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে আয়োজন করা হয়।
 
জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


 
তিনি বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। সেই সুবিধা ভোগ করছে আওয়ামী লীগ। অথচ তারা গণতন্ত্র ভুলে গেছে। বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। বিএনপিকে দমন করতে ইচ্ছেমত দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। হয়রানি করছে।
 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।