ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জঙ্গিরা এখনও তৎপর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, মার্চ ১১, ২০১৭
জঙ্গিরা এখনও তৎপর খাদ্যমন্ত্রী কামরুল, ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): বাংলাদেশে জঙ্গিরা এখনও তৎপর, তাই তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি উচ্চরণ করলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ মার্চ) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে বিশ্বের বিভিন্ন দেশের থেকে আমরা অনেক বেশি সাফল্য পেয়েছি।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে একটি গোষ্ঠী নতুন করে আবারও দেশে জঙ্গি তৎপরতা শুরু করেছে। তাদের আমরা এখনও একেবারে নির্মূল করতে পারিনি। তাই বর্তমান সরকার জঙ্গিদের দেশ থেকে নির্মূল করার উদ্যোগ নিয়েছে।

বর্তমান সময়ে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত করে শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল।

এসময় তিনি বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ স্কুলের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।