ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বগুড়া বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, মার্চ ৯, ২০১৭
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বগুড়া বিএনপির গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনমত সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ- ছবি: আরিফ জাহান

বগুড়া: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনমত সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।  

শহরের রেল স্টেশন, বিআরটিসি মার্কেট এলাকা, সাতমাথাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নানা শ্রেণী-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।


 
এসময় দলের জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।